প্রকাশিত: Mon, Dec 26, 2022 3:36 PM
আপডেট: Wed, Jul 2, 2025 4:33 AM

বিবিধ স্বাধীনতা

আহসান হাবিব

নিরঙ্কুশ স্বাধীনতা বলতে কিছু নেই। স্বাধীনতা হচ্ছে প্রয়োজনের অভীপ্সা। মনে করুন, আপনি অবাধ বাকস্বাধীনতা পেলেন, কী বলবেন? কী বলবেন, কেন বলবেন, কখন বলবেনÑ যদি তা ঠিকঠাক না হয়, তাহলে স্বাধীনতা মাঠে মারা যাবে। বাকস্বাধীনতা নেই, সঙ্কুচিত বলে বিপুল অভিযোগের কালে আমরা যা শুনিÑ সেসব আসলে ছাঁইপাশ, বাচালতা। আবার ঠিক কথাটি কেউ কেউ এক লাইনেও বলে ফেলে। তাহলে বাকস্বাধীনতার নামে বাক্যবুলিশ কিংবা বাগাড়ম্বরতা আমাদের দরকার নেই। [২] পথে বেরুলেই চোখে পড়ে রাস্তার দু’পাশে যত্রতত্র খাবারের দোকান এবং মানুষগুলোকে দেখি সমানে খেয়ে চলেছে। খাদ্যের দোকানগুলো লোকে লোকারণ্য।

 সবাই কিছু না কিছু খাচ্ছে। এই মানুষগুলো কি সত্যি ক্ষুধার্ত? মনে হয় না। এরা শখে খাচ্ছে। ক্ষুধা একটি জৈবিক প্রয়োজন, শরীর তা বলে দেয়। কিন্তু এই মানুষগুলো কি ক্ষুধার সিগনাল পায়? মনে হয় না, এরা প্রয়োজনে নয়, এমনি এমনি খায়। এটাও একটা শারীরিক অপপুষ্টির উদাহরণ। অথচ সত্যি যারা ক্ষুধার্ত, তারা প্রয়োজনেও ঠিক খাবারটি পায় না। এটাও মারাত্মক অপপুষ্টি। [৩] এই যে অপ্রয়োজনে খাওয়া, এটা ওই মুফতে পাওয়া বাকস্বাধীনতার মতোই ফালতু। একদল বকে যাচ্ছে, একদল খেয়ে যাচ্ছে। দরকার ঠিকঠাক কথা বলা, ঠিকঠাক খাওয়া। লেখক: ঔপন্যাসিক